এরকম অবস্থায় সতর্কতা হিসেবে করনীয়ঃ
১. সাইকেলের জন্যে ভালো তালা (মোবাজ, টারজান, ইত্যাদি) এবং মোটা স্টেইনলেস শিকল ব্যবহার করুন। Zhonglee বা অতিব কম মূল্যের ঠুনকো তালাকে না বলুন।
২. নিরাপদ জায়গায়, গার্ড আছে এরকম জায়গায় সাইকেল মোটা শিকল এবং তালা দিয়ে পার্ক করুন। পারলে কয়েকটা শিকল ও তালা ব্যবহার করুন।
৩. সবচেয়ে ভালো হয় সাইকেল বাসার বা অফিসের ভিতরে নিয়ে রাখতে পারলে।
৪. সাইকেল চালানোর সময় সব সময় বাড়তি সতর্ক থাকবেন।
৫. নির্জন, অন্ধকার রাস্তায় একা সাইকেল নিয়ে বের হবেন না।
৬. রাতে বা খুব ভোরে বের হলে, সব সময় জনসমাগম বা ক্ষুদ্র জানবাহ্ন রিক্সা আছে এরকম পপুলার সড়ক ব্যবহার করুন।
৭. ঢাকার কয়েকটি ঝুকিপূর্ণ কিছু স্পটঃ যেমন আসাদগেট, সোবহানবাগ, রাপাপ্লাজার আশেপাশে, ক্ষিলক্ষেত, হাতিরঝিল এলাকা এড়িয়ে চলুন অথবা সতর্কতার সাথে চলুন।
৮. কোন গলিপথে ঢোকার আগে অবস্থা পর্যবেক্ষণ করে নিন।
৯. অন্ধকারে বা আড়ালে অকারণে দাড়িয়ে থাকা সন্দেহজনক গতিবিধির কয়েকজনকে একসাথে দেখলে সেই পথ এড়িয়ে যান।
১০. রাস্তায় কোন পুরনো মডেলের গাড়ি অথবা মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক বলে মনে হলে নিরাপদ জায়গায় থেমে অপেক্ষা করুন।
১১. অফিসে বা কাজে যাওয়াবা ফিরতে প্রয়োজনে একসাথে কয়েকজন বের হন (নিরাপদ সামাজিক দুরত্ব রেখেই)।
১২. সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হোল, কোন কারনে ছিনতাইয়ের শিকার হলেও এমন কিছু করবেন না, বা এমন কোন দুঃসাহস দেখাবেন না যাতে ছিনতাইকারীদের হাতে আপনার জীবন ঝুকিতে পড়তে পারে।
১৩. ঘটনার পরে যতদ্রুত সম্ভব টহল পুলিশকে জানান বা থানায় জিডি করুন।
১৪. কেউ এগুলোর সাথ আরো কিছু যোগ করতে চাইলে কমেন্টে লিখুন, সেটাও এখানে এড করে দিবো।
তবে, সবসময় মনে রাখবেন একটা সাইকেল গেলে আরেকটা সাইকেল পাবেন। কিন্তু কোন শারীরিক ক্ষতি হলে, আপনার কোন অংগহানি ঘটলে সেটা আর ফিরে পাবেন না। আপনার জীবন শুধু আপনারই না, আপনার পরিবার-পরিজন, এই দেশ ও মানবসভ্যতার জন্যেও গুরুত্বপূর্ণ।
সেফ সাইক্লিং টু অল

©Imrul Khan
No comments:
Post a Comment