লেটেস্ট

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 11, 2020

ঢাকা শহরে সাইকেল পার্কিং-এর জায়গাগুলোর তালিকা

শিক্ষাপ্রতিষ্ঠান -


১। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ


২। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

- (ক) ক্যাম্পাসের ভিতরে নিজ দায়িত্বে ভাল লক থাকলে তবেই রাখতে পারেন, অন্যথায়
- (খ) যেকোন হলে গিয়ে গার্ড মামা কে একটু রিকোয়েস্ট করে রাখতে পারবেন।


৩। ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আফতাবনগর।( পারকিং জোনে )


৪। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনলজি (BUBT)

- (ক) রাইনখোলা ক্যাম্পাস (ভার্সিটির সামনে, মেইন গেটের ডান পাশে)
- (খ) রূপনগর ক্যাম্পাস (ভার্সিটির মেইন গেটের বাম পাশে) 


৫। নর্থ- সাউথ ইউনিভার্সিটি (শুধুমাত্র ভার্সিটির আইডি কার্ডধারী ছাত্র ছাত্রীদের জন্য) 


৬। রাজউক উত্তরা মডেল কলেজ (ক্যাম্পাস এর ভিতরে, গেট দিয়ে ভিতরে যেয়ে বাম পাশে)


৭। ড্যাফোডিল ইন্টারনেশনাল ইউনিভার্সিটি (শুধুমাত্র ভার্সিটির আইডি কার্ডধারী ছাত্র ছাত্রীদের জন্য)


৮। নটর ডেম কলেজ (ক্যাম্পাস এর ভিতরে)


৯। তেজগাঁও কলেজ

- (ক) কলেজ মাঠ (পুরাতন ভবন)

- (খ) বেসমেন্ট (নতুন ভবন)


১০। বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা


১১। ঢাকা বিশ্ববিদ্যালয়


- (ক) কলা ভবনের পাশে
- (খ) বিজনেস ফেকাল্টির ভেতরে এমবিএ ভবন এর পাশে। (ক্যান্টিন এরিয়া এর সামনে)
- (গ) আইন বিভাগ (শহীদ মিনারে বিপরীতে) - সিড়ির পাশে
- (ঘ) আইবিএ এর ভিতরে
- (ঙ) ইলেক্ট্রিকেল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ফর্মার এপ্লাইড ফিজিক্স) ডিপার্টমেন্ট এর নিচ তলার ভিতরের সিড়ির পাশে, #কার্জন_হল।
-(চ)কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং(CSE) ডিপার্টমেন্ট এর নিচ তলায় ।#মোকররম ভবন
-(ছ) নতুন গনিত ভবনের নিচে
-(জ) এপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল  ইঞ্জিনিয়ারিং (ACCE) ডিপার্টমেন্ট এর পাশে (জহিরের ক্যান্টিনের পিছনে), #কার্জন_হল।


১২। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি- সিদ্ধেশ্বরী ক্যাম্পাস 


১৩। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,, তেজগাঁও
- বেসমেন্ট পার্কিং


১৪। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ULAB) (বেসমেন্ট )


১৫| বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ - কলেজ ক্যাম্পাসের ভেতরে (জন সাধারণের জন্য উন্মুক্ত নয়, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-স্টাফদের জন্য)


১৬। ব্র্যাক ইউনিভার্সিটি(BRAC University), মহাখালী (University Building- 2 & 6)


১৭। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(United International University, Madani Avenue,Badda)(বেসমেন্টে,শুধুমাত্র ভার্সিটির আইডি কার্ডধারী ছাত্র ছাত্রীদের জন্য)


18 | সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল  (in front of Main gate & Decipline Room) 


১৯।আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল।( ডিপ্লোমা শাখা ) কাওরান বাজার
(কলেজ এর ভিতরে )


২০। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ - কলেজ ক্যাম্পাসের ভেতরে


২১। ইস্টার্ন ইউনিভার্সিটি - মেইন ক্যাম্পাস এর ক্যাম্পাস পার্কিং এ, এবং ইউনিভার্সিটি এর তিন নম্বর ভবনের ভিতরে 


22. Iআইডিয়াল কলেজ, ধানমন্ডি 


২৩। Institute Of Science and Technology(IST),dhanmondi, সম্পুর্ণ নিজস্ব পার্কিং ব্যাবস্থা, দেখতে সাইকেলের মেলা মনে হবে।


২৪। ঢাকা কলেজ (ক্যাম্পাসের ভীতরে আর হলগুলোর সিড়ির নীচে)


২৫। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেসনালস ( কাম্পাস এর ভিতরে, শুধুমাত্র শিক্ষার্থী এবং স্টাফ দের জন্য) 


অফিস -


১। এইচএসবিসি ব্যাংক, ধানমন্ডি ২৭


২। গুলশান-২ সার্কেলে সোনালী ব্যাংক


৩| Chevron Bangladesh (94 Gulshan Avenue. Gulshan-1)


৪। যাত্রিক ট্রাভেলস (গুলশান ১ পোস্ট অফিসের পেছনে)


৫। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, গুলশান ২


৬। ইস্ট ওয়েষ্ট মিডিয়া, বসুন্ধরা আ/এ


৭। শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, তেজগাঁও গুলশান লিঙ্ক রোড (সি এল ই এর উল্টা পাশে)


৮।বিডিবিএল ভবন, কারওয়ানবাজার, বেসমেন্ট-২, গার্ড আছে।


হাসপাতাল -


১। ল্যাবএইড ধানমন্ডি (স্পেশালাইজড)। বেসমেন্টে ব্যবস্থা আছে।


২। স্কয়ার হাসপাতাল, পান্থপথ। বেসমেন্ট।


৩। সেন্ট্রাল হাসপাতাল, গ্রিনরোড। বেসমেন্ট এ ব্যবস্থা আছে।


৪। Apollo hospital.


৫। BSMMU-এ সাইকেল পারকিং এর বাবস্থা আছে। সাইকেল প্রতি ২০ টাকা। 


৬| শমরিতা হাসপাতাল, পান্থপথ। 


৭। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ( রেডিওলজি ডিপার্টমেন্ট আর মসজিদের ঠিক পরেই হাসপাতালের গেটের সামনে রেলিং দেয়া আছে। আনসার বসা থাকে গার্ড হিসেবে। )


৮। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল ( পিজি ), মসজিদের সাথে, শাহবাগ


৯। আদ্ব-দীন হাসপাতাল (হাসপাতালের মূল প্রবেশপথের বিপরীত পাশে তাদের পার্কিং, ১০ টাকা নিবে)

 
বিপণি-বিতান (শপিং মল) -


১। বসুন্ধরা সিটি (বেসমেন্টে, প্রবেশ সামনে বাম পাশ দিয়ে, ফি ৬ টাকা )


২। ইস্টার্ন প্লাজা---বেসমেন্ট (নিরাপদ), ফি-৫টাকা


৩। মোতালিব প্লাজা ---বেসমেন্ট এ...সম্পূর্ণ নিরাপদ , ফি -১৫টাকা


৪। মাল্টিপ্ল্যান শপিং মল (আপাতত সাইকেল পার্ক করার অনুমতি নেই )


৫। Dr. Refatullah Happy Arcade


৬। সীমান্ত স্কয়ার, ঝিগাতলা, ধানমণ্ডি - পার্কিং ফি ৫টাকা দিতে হবে, নিরাপদ


৭। ইস্টার্ন মল্লিকা


৮। A.R.A Center, ধানমন্ডি (বেসমেন্ট)


৯। Anyanna Mall (Baridharaa DOHS) (বেসমেন্ট)


১০। নিউমার্কেট এলাকা (ঢাকা কলেজ এর বিপরীতে গ্লোব শপিং এর বেসমেন্টে, নিরাপদ, ফি ১০ টাকা )(এখন সাইকেল পার্কিং এর অনুমতি নাই)


১১। সুভাস্তু, এলিফেন্ট রোড (No parking permission for cycle now)


১২। আগোরা, রিং রোড শাখা (বেসমেন্ট পারকিং, সিকিউরিটি গার্ড থাকে, ১০০% নিরাপদ) 


১৩। মমতাজ প্লাজা, ধানমন্ডি, ঢাকা (বেসমেন্ট, নিরাপদ জায়গা, পার্কিং ফি ১০/-, ল্যাবএইড হাসপাতালের বিপরীতে)।


১৪। বিএমএ ভবন, প্রেস ক্লাব (মেডিক্যাল সরঞ্জাম পাওয়া যায়)


১৫। বিসিএস কম্পিউটার সিটি (মেইন গেটের সামনে, ১০টাকা, গার্ড আছে) 


১৬। শ্যামলী স্কয়ার / শ্যামলী সিনেমা হল (বেসমেন্ট)


১৭।পুলিশ প্লাজা কনকর্ড--(বেসমেন্টে)(গার্ড আছে)


১৮।সুবাস্ত নজর ভ্যালি শপিংমল---বেসমেন্টে পার্কিং, টোকেন দেবে---গার্ড আছে ,চার্জ ফ্রি।

১৯। আলপনা প্লাজা -- বেসমেন্ট পার্কিং -- টোকেন ১০টাকা -- মোবাইল নং রাখবে।


হোটেল, রেস্টুরেন্ট -


১। নান্দুস/বারিস্তা, গুলশান ১


২। স্টার কাবাব , ধানমন্ডি ২


৩। স্টার কাবাব , Elephant road (besides Eastern mallika)


৪। Beauty Boarding, Bangla Bazar


৫। Hanif Biriyani, Nazira Bazar (space is available for 4)


৬। CafeCyclists, 152/2/K/1 Green Road, Panthapath


৭।হোটেল Radission


৮। স্টার কাবাব, বনানী, গার্ড আছে , নিরাপদ।


৯। রাইস এন্ড নুডুলস, বনানী, গ্রাউন্ড ফ্লোর পারকিং এ রাখা যায়, গার্ড আছে

পাবলিক প্লেস (পার্ক, দর্শনিয় স্থান, বাস টার্মিনাল, ট্রেন স্টেশন, লঞ্চ টার্মিনাল)-


১। সদরঘাট লঞ্চ টার্মিনাল এ সি এন জি পারকিং এ ১০ টাকা দিয়ে রাখা যায়, ডেডিকেটেড লোক আছে দেখার।

©RIDWAN QUAIUM

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot