লেটেস্ট

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 11, 2020

পুরোনো এবং ব্যবহৃত সাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যা যা করণীয়

আমরা ইদানিং অনেকেই পুরোনো এবং ব্যবহৃত সাইকেল কেনা-বেচা করি, অনেক সময় কম মূল্যই আমরা মনের অজান্তে চোরাই সাইকেল কিনে ফেলি এতে নিজেরা যেমন বিপদে পরছি আবার অন্যদিকে চোরদের ও উৎসাহ দিচ্ছি। নিজে একটু সচেতন হোন তাহলে সাইকেল চুরি অনেকটাই কমে আসবে। নিচে পুরোনো এবং ব্যবহৃত সাইকেল কেনা-বেচা করার কিছু করনীয় বিষয় উল্লেখ করা হলোঃ


****সাইকেল বিক্রয় এর ক্ষেত্রে বিক্রেতার করনীয় বিষয়


১। সাইকেল ব্যাবহার এর সঠিক সময়কাল উল্লেখ করুন
২। সাইকেল এর কোন প্রকার ত্রুটি থাকলে সে ব্যাপার টি উল্লেখ করুন
৩। সাইকেল এর বিবরণ তথা স্পেছিফিকেশন সঠিক ভাবে প্রকাশ করুন
৪। মিটিং প্লেস এ কখনও একা যাবেন না, দু-এক জন বন্ধু কে সাথে রাখুন
৫। সর্বদা চেষ্টা করুন নির্জন/নিরিবিলি স্থান এড়িয়ে চলার
৬। ক্রেতা কে টেস্ট রাইডিং দেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন


****সাইকেল ক্রয় এর ক্ষেত্রে ক্রেতার করনীয় বিষয়


১। মানি রিসিপ্ট ছাড়া কখনও সাইকেল ক্রয় করবেন না
২। সাইকেল এর চেসিস নাম্বার যাচাই করে নিন
৩। সাইকেল এর কোন প্রকার ত্রুটি আছে কিনা সেটা বিক্রেতার নিকট থেকে জেনে নিন
৪। মিটিং প্লেস এ কখনও একা যাবেন না, দু-এক জন বন্ধু কে সাথে রাখুন
৫। সর্বদা চেষ্টা করুন নির্জন/নিরিবিলি স্থান এড়িয়ে চলার
৬। সম্ভব হলে বিক্রেতার সঠিক ঠিকানা এবং মোবাইল নাম্বার সংগ্রহে রাখুন।

যখন অপরিচিত কারো থেকে কিছু কিনবেন তখন কিছু জিনিস মাথায় রাখা উচিত। অনেকেই সেল পোস্ট দেয়, সবাইকে আমি / আপনি চিনি নাহ তাই কিছুটা সতর্কতা অবলম্বন করা ভালো। তাহলে আর ক্ষতি হবার সম্ভবনা থাকবে নাহ।


ধরুন একজন সাইকেল বিক্রি করতে চাচ্ছে, নেট থেকে দেখলেন সাইকেলের দাম ১ লাখ টাকা। বিক্রেতার আস্কিং প্রাইস ২৫ হাজার টাকা এবং তিনি নেট থেকে নামানো ছবি ছাড়া আর কোন সাইকেলের ছবি দিতে পারছেন নাহ। আপনি তার সাথে যোগাযোগ করলেন, তিনি আপনাকে একটা নাম্বারে ৫ হাজার টাকা বিকাশ করে সাইকেল বুকিং করতে বলল। তখন আপনার কি করা উচিত? অবশ্যই বোঝা উচিত যে আপনি তার বাটপারির শিকার হতে যাচ্ছেন।


যেটা কিনবেন সেটা চোরাই কিনা দেখে বুঝে কিনুন। নয়তো পরে ঝামেলায় পড়বেন। মানি রিসিট ছাড়া সাইকেল কেনা উচিত নাহ, কিনলেও বিক্রেতার কাছ থেকে তার আসল এন আই ডি এর ফটো কপি রাখুন। একবার এক ছেলে তার এন আই ডি কার্ড নেই দেখে ক্রেতাকে তার বাবার কার্ড এর কপি দিয়েছিল। পরে দেখা গেল সাইকেল চোরাই এবং এন আই ডি ও আসল নাহ। তাই আমাদের সবার সাবধান থাকা উচিত।


শুধু সাইকেল না কম্পোনেন্ট কেনার সময় সাবধান থাকা উচিত। চোরেরা ধরা খাবার ভয়ে সাইকেলের পার্টস খুলেও বিক্রি করে। আর সেই চোরাই পার্টস কেনা উচিত নাহ। অপরিচিত কারো থেকে কিছু কেনার আগে সেটা কই থেকে এসেছে সেটা নিশ্চিত হয়ে কেনা বুদ্ধিমানের কাজ।

©SHOSHI ROY & TAHMIDUL KABIR TNMOY

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot