লেটেস্ট

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 11, 2020

বৃষ্টিতে সাইক্লিং এর ভালো-মন্দ

ঝুম বৃষ্টিতে সাইকেল চালানোর মজাই অন্যরকম কিন্তু এই মজা কি আমাদের জন্য এবং সাইকেলের জন্য কোন বিপদ ডেকে আনতে পারে ?

বেশী বৃষ্টিতে সব যানবাহন চালকদের ভিজিবিলিটি কম থাকে এবং রাস্তা পিছলা / কাদা হয়ে থাকে। তাই সাবধানে থাকা ভালো এবং রাস্তায় জমা পানি এবং লুকিয়ে থাকা গর্ত আপনাকে বিপদে ফেলতে পারে। রাস্তায় পানি জমে থাকলে আমি সাধারনত কোন একটা রিক্সার চাকার পিছে পিছে চালানো শুরু করি। তবে ৫-৬ ফিট পিছে থেকে ফলো করবেন যেন রিক্সার চাকা গর্তে পড়লেও আপনি ব্রেক করার সময় / সুযোগ পান। আরেকটা সমস্যা হচ্ছে বজ্রপাত। খোলা জায়গাতে বজ্রপাতের সময় সাইকেল চালানো উচিত নাহ। গত কয়েক বছরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং সাবধান থাকা ভালো। ঢাকাতে যদিও বজ্রপাতের ভয় কম তবে আরেকটা বিপদ হচ্ছে বিদ্যুতের তার। এটা থেকে সবার সাবধান থাকা উচিত ।

বৃষ্টিতে ভিজলে সাধারনত সাইকেলের কিছুই হয় নাহ, এগুলো বানানোই হয়েছে এভাবে। তবে বাসায় ফেরার পর সাইকেল মুছে রাখা উচিত। দরকারে সাইকেল ধুয়ে লুব করতে হবে। নিয়মিত ভিজলে ফরক সার্ভিসিং করানো ভালো কয়েকমাস পর ( ফরকের উপর ডিপেন্ড করে )। আমি একটা বাইক ফ্রাই ডে তে দেখেছি সাইকেল নিয়ে কয়েকজনকে নদীতে নেমে যেতে। সাইকেলের হাব এবং বটোম ব্র্যাকেট কখনো পানিতে ডুবানো উচিত নাহ। এতে এগুলার ক্ষতি হয়। শুধু ক্ষতি না ভালো লেভেলের ক্ষতি হয়।এর বাহিরে মনে হয় না সাইকেলের আর কোন সমস্যা হয় বৃষ্টিতে ভিজলে। শুনেছি ফরকে বলে জং ধরে। তবে আমি নিজে এই সমস্যা ফেস করি নাই। আর ফরকে জং ধরলেও ( সাধারন মানের ফরকে ) অনেক বছর পরে ধরে যখন এমনিতেই ফরকের আয়ু শেষ হয়ে যায়। 


এছাড়া আর তেমন কিছু কলম দিয়ে দুখিত কীবোর্ড দিয়ে আসছে নাহ। সবাই ভালো থাকবেন। হ্যাপী সাইক্লিং।

©TAHMIDUL KABIR TNMOY

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot