লেটেস্ট

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 11, 2020

ব্লাইন্ড জোন কিংবা অন্ধকারচ্ছন্ন স্থান

ব্লাইন্ড জোনঃ

কথাটি অনেকেই হইতোবা অনেকবার শুনেছেন, কিন্তু "ব্লাইন্ড জোন" সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই। 


"ব্লাইন্ড জোন" হলো যে কোন বড় আকৃতির বাস, ট্রাক কিংবা কার্গোর চারপাশের কিছু কোন কিংবা স্থান কে বোঝায়, এক কথায় যে গুলো খুবই বিপদজনক। 


এবার একটু পরিস্কার করে বলি, নিচের ছবিটি ভালো করে খেয়াল করলে দেখবেন একজন সাইক্লিস্ট একটি ট্রাকের বাম পাশ বরাবর যেভাবে যাচ্ছে তাতে করে ট্রাকের চালক কোনভাবেই জানালা কিংবা লুকিং গ্লাস এর সাহায্য সাইক্লিস্ট কে দেখতে পাবে না অর্থাৎ সাইকেল আরোহী ব্যক্তিটি সম্পূর্ণ ভাবে ট্রাক চালকের দৃষ্টি সীমানার বাইরে অবস্থান করছে। এক্ষেত্রে বাস, ট্রাক কিংবা কার্গো রাস্তার বামে মোড় নিতে গেলে অথবা গতির তারতম্য হলে ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।


এই কারণে একজন সাইক্লিস্ট এর উচিৎ সবসময় এই "ব্লাইন্ড জোন" গুলোকে এড়িয়ে চলা এবং এই ধরণের বড় এবং ভারী যানবাহন থেকে ন্যূনতম ৪-৫ ফিট দূরত্ব বজায় রাখা অথবা পেছনের দিকে থাকা।
***মনে রাখবেন একটু সতর্কতায় পারে আপনাকে অনাকাঙ্ক্ষিত কোন বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে।


~হ্যাপি সাইক্লিং~

©SHOSHI ROY

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot