লেটেস্ট

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 11, 2020

স্পোক এর দৈর্ঘ্য পরিমাপ

অনেকেই আমরা আলাদা রিম এবং স্পোক দিয়ে হুইল সেট বিল্ড করি কিন্তু সবথেকে বড় যে সমস্যার সম্মুখিন হয় সেটা হলো স্পোকের মাপ। ২৬" ইঞ্চি হুইলের ক্ষেত্রে স্পোকের মাপ খুব বেশী তারতম্য না হলেও ২৭.৫"/২৯" এর ক্ষেত্রে ব্যাপার টা বেশ জটিল। সাধারণত স্পোকের মাপ নির্ভর করে RIM এর ERD (Effective RIM Diameter) এবং Hubs এর FD (Flange Diameter) এর উপর। এই দুইটার পরিমাপ করেই আপনি সঠিক মাপের স্পোক বাছাই করতে পারবেন। 

আমি নীচে একটি ওয়েবসাইটের এড্রেস দিয়েছি সেখান থেকে আপনি অতি সহজেই স্পোক এরর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবেন। 


আসুন দেখে নেই কি কি তথ্য আমাদের লাগবে,

 
১. হুইল এর ধরণ - সামনে/পেছনে
২. রিম প্রস্তুতকারীর নাম
৩. রিম মডেল নাম
৪. হাবস প্রস্তুতকারীর নাম
৫. হাবস মডেল নাম
৬. স্পোকের পরিমাণ
৭. ল্যাসিং প্যাটার্ন - মানে আপনি কত ক্রসে স্পোক ব্যাবহার করবেন (বাংলাদেশে সাধারণত ৩ ক্রস ব্যাবহার করা হয়) উদাহরণ স্বরুপ আমি 27.5 হুইলের ক্ষেত্রে Mavic XM319 রিম এবং Deore হাবস এর স্পোকের মাপ দেখানোর চেষ্টা করেছি। 


সবশেষে ফলাফল এসেছে ২৭০ এম.এম. স্পোক লাগবে আপনার হুইলের জন্য (২-১ এম এম কম/বেশী হলেও সমস্যা নেই) 


ওয়েব সাইটঃস্পোক লেন্থ কেলকুলেটর আজ তাহলে এ অব্দি,
আবার আসবো নতুন কোন বিষয় নিয়ে।
#হ্যাপি_সাইক্লিং

©SHOSHI ROY

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot