লেটেস্ট

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 16, 2020

গ্রামেরবাড়ি থেকে সিলেট

গ্রামেরবাড়ি থেকে সিলেট।।


দুরত্ব ৫৪কিলো, সময় ৩ঘন্টা।।

করোনা পরিস্থিতির কারণে এই মৌসুমে পরিবার নিয়ে গ্রামেরবাড়ি যাওয়া হয়নি।
কিন্তু তাই বলেতো বাচ্চারা দাদাবাড়ি-নানাবাড়ির মৌসুমি ফল থেকে বঞ্চিত হতে পারেনা 😀
সুযোগ থাকলেও গণপরিবহণে উঠতে ইচ্ছা হয়না একদম, তাই সাইকেলই ভরসা😍
আম,জাম,কাঠাল,নাড়িকেল,পেপে,দুধ, ডিম সহ সর্বোমোট ওজন প্রায় ৩৫-৪০কেজির মত হয়েগেলো(নতুন হলে এমন সাহস না করার পরামর্শ রইলো)। ভয় ছিলো পাংচার নিয়ে, কারণ এই অবস্থায় পাংচার সারানো অনেক কঠিন হত।

আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি।
রাস্থায় অবশ্য কিছু টিজের শিকার হয়েছি, আর লোকাল বাজারে ২-১জন আম কাঠাল কিনতে চেয়েছিলো এই আরকি 😂
যাওয়ার সময় পাগলা ঘোড়ার মত গেলেও আসার সময় এসেছি একেবারেই ধীরেস্থিরে, ননস্টপ চলে আসায় বাড়ি থেকে আনা টিউবওয়েলের পানি ছাড়া রাস্থায় কিছু খাওয়া হয়নি, তাই কোনো খরচও নাই।

বাসায় ঢুকার সাথে সাথেই সবাই হতবাক হয়ে প্রশ্ন করলো সাইকেলে করে এতো কিছু কিভাবে আনলাম 😱?
আমার সহজ উত্তরঃ একজন রিকশা ড্রাইভার যদি অনেক ভাড়ি রিকশা আর ২জন মানুষ সহ প্রায় ১৫০কেজি+ ওজন নিয়ে প্রতিদিন গড়ে ৩৫-৪০কিলো চালাতে পারে, তবে আমি কেন নয় 😎😎?
..
হ্যা #সাইকেল দিয়ে অনেক কিছুই সম্ভব 😍😍

©Mohammad Abu Saleh

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot